বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৫৭ পূর্বাহ্ন

শাহজাদপুরে বজ্রপাতে ২ কৃষক নিহত

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ৩১ মে, ২০২১
  • ১৬২ সময় দর্শন

সিরাজগঞ্জের শাহজাদপুরে বজ্রপাতে দুই কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় এক নারী আহত হয়েছেন। গতকাল বিকেলে উপজেলার কায়েমপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে সোহেল রা না(৪২) ও আলম মিয়ার ছেলে জাহিদুল ইসলাম (২৫)। আহত নারী হলেন, আলম হোসেনের স্ত্রী ফুর্তি খাতুন (২৬)।

কায়েমপুর ইউনিয়নের চেয়ারম্যান হাসিবুল হক হাসান ও ৬নং ওয়ার্ড সদস্য আব্দুস সাত্তার জানান, গতকাল বিকেলে দুই কৃষক বাড়ির অদূরে মাঠে ধান কাটার কাজ করছিলেন। হঠাৎ ঝড় ও বৃষ্টি শুরু হয়। তারা তখন পাশের একটি শ্যালো মেশিনের ঘরে গিয়ে আশ্রয় নেয়। সেখানে আগে থেকেই এক নারী ঝড়-বৃষ্টির কারণে অবস্থান করছিলেন।

তারা জানান, এ সময় হঠাৎ প্রচণ্ড শব্দে বজ্রপাত ঘটে। বজ্রপাতের আঘাতে ওই ৩ জন গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সোহেল রানা ও আলম হেসেনের মৃত্যু হয়। আহত ফুর্তি খাতুনকে চিকিৎসা দেওয়ার পর তিনি এখন সুস্থ আছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শাহজাদপুর থানার ওসি শাহিদ মাহমুদ জানান, এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় থানায় একটি জিডি রেকর্ড করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. শামসুজ্জোহা বলেন, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিবার প্রতি নগদ ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71