কুষ্টিয়ার খোকসা বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হতে গিয়ে বাসের ধাক্কায় এক সাইকেল আরোহী নিহত হয়েছেন।
খোকসা থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, বরকত উল্লাহ ফিলিং স্টেশনের সামনে সকাল সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে। নিহত ইউনুস আলী প্রামানিক (৬৮) স্থানীয় দুবরাজপুর গ্রামের বাসিন্দা।
তিনি ওইসময় বাইসাইকেলে বাড়ি থেকে খোকসা বাজারে যাচ্ছিলেন। কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়ক পার হতে গিয়ে নিশা ডিলাক্স এর একটি বাস ধাক্কা দেয়। বাসটি কুষ্টিয়া থেকে রাজবাড়ীর দিকে যাচ্ছিলো।
স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইউনুস আলী প্রবাস ফেরত। তিনি বাধাই মালের ব্যবসা করেন।
ওসি কামরুজ্জামান তালুকদার জানান, বাসটি আটক করা সম্ভব হয়নি, তবে এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।