আশুলিয়ার শ্রীপুর এলাকায় একটি সুতার কারখানার গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৮ মে) রাত ১২টার দিকে এজিজ টেক্সটাইল-স্পিনিং অ্যান্ড কটন মিলস লিমিটেড নামের ওই কারখানার গোডাউনে এ আগুন লাগে।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি বলেন, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।