আগামী ২৮ আগস্ট থেকে মাঠে গড়াবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) নবম আসর। ৬ দলের সিপিএলে চলছে দল গোছানোর কাজ। সবকিছু ঠিক থাকলে শুক্রবার (২৮ মে) অংশগ্রহণকারী দলগুলো নিজেদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবে।
তবে এর আগেই সিপিএলে জায়গা নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশ ক্রিকেট দলের প্রাণভোমরা সাকিব আল হাসানের। তৃতীয়বারের মতো জ্যামাইকা তালাওয়াসের জার্সিতে নামবেন তিনি।
সিপিএলের অফিসিয়াল ফেসবুক পেজে সাকিবের বোলিংয়ের ভিডিও পোস্ট করা হয়েছে। যেখানে লেখা হয়েছে, ‘সিপিএল ২০২১ সংস্করণে জ্যামাইকা তালাওয়াসে ফিরলেন সাকিব।’
৬ দলের এই টুর্নামেন্টে অনুষ্ঠিত হবে মোট ৩৩ ম্যাচ। টুর্নামেন্টের ফাইনাল ১৯ সেপ্টেম্বর। সাকিব ছাড়া আর কোন বাংলাদেশি ক্রিকেটারকে সিপিএলে দেখা যাবে কিনা সেটা আজ নিশ্চিত হওয়া যাবে। অবশ্য জাতীয় দলের ব্যস্ততা থাকায় পুরো টুর্নামেন্টে সাকিবদের পাওয়া নিয়ে আছে অনিশ্চয়তা।