রাজধানীর হাতিরঝিল থানাধীন ডিআইটি রোডে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আজ সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. এনামুল হক জানান, সকালে হাতিরঝিল থানাধীন রামপুরা নতুন রাস্তা ডিআইটি রোডে দুটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেল চালকই ছিটকে পড়ে যান।
এদের মধ্যে একজন গুরুতর আহন হন। অন্যজন পালিয়ে যান। আহতকে আশপাশের লোকজন তাৎক্ষণিক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি জানান, নিহতের সঙ্গে থাকা আরমানা অ্যাপারেলস লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের আইডি কার্ড পাওয়া গেছে। তাতে তার নাম আনোয়ার হোসেন, বয়স ৩৭ বলে জানা গেছে। তবে, এটি এখনও নিশ্চিত না। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। আর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় জানার চেষ্টা চলছে।