নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে স্বাভাবিকের চেয়ে ৫-৬ ফুট উচ্চতায় জোয়ারের পানিতে ভেসে গেছে দোকানপাট, বাড়িঘর, গবাদী পশু ও ফসলি।
নিঝুম দ্বীপ, চর ঈশ্বর, সুখচর, সোনাদিয়া, জাহাজমারা, নলচিরা, হরনী, চানন্দি ও তমরদ্দি ইউনিয়নের অন্তত ৩০ গ্রামের কয়েক হাজার লোাক পানিবন্দি হয়ে পড়েছে। গৃহহারা লোকজন বেড়িবাঁধে আশ্রয় নিয়েছে।
সাগর উত্তাল থাকায় দ্বীপ উপজেলা হাতিয়ার সাথে জেলা সদরসহ সারাদেশের সব ধরণের নৌ যোগাযোগ বন্ধ রয়েছে। মেঘনা ও বঙ্গোপসাগারে মাছধরা ট্রলার ও নৌকাগুলো তীরে অবস্থান করছে।
রামিম রাফি, মিডিয়া গ্রুপ লিমিটেড। যোগাযোগ এডিটর, +8802478835086, ফোনঃ বার্তা প্রধান +8801713932564, সিইও আমির হোসেন। +8801746371260, ব্যবস্থাপনা পরিচালক মোঃ লোকমান মৃধা। 01717966305, Emil: sadhinbanglatv52@gmail.com






