সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে দ্বিতীয়টিতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
মঙ্গলবার (২৫ মে) দুপুর সাড়ে ১২টার দিকে মিরপুর শের-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসটি অনুষ্ঠিত হয়। দুপুর ১টায় ম্যাচটি শুরু হবে।
আজকের ম্যাচে দল থেকে বাদ পড়েছেন মোহাম্মদ মিঠুন ও তাসকিন আহমেদ। মিঠুনের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত।
আগের ম্যাচে ৯ ওভারে ৬২ রান দেওয়া তাসকিন আহমেদের জায়গায় খেলবেন অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী এই পেসার। যদিও পারফরম্যান্সের কারণে নয়, চোট পাওয়ায় খেলছেন না তাসকিন। টসের সময় এমনটিই জানিয়েছেন অধিনায়ক তামিম ইকবাল।
প্রথম ম্যাচে ৩৩ রানে জিতে এগিয়ে আছে তামিম ইকবালের দল। এই ম্যাচ জিতলে এক ম্যাচ হাতে রেখে নিশ্চিত হবে সিরিজ। সেই সঙ্গে হবে ইতিহাসও। বাংলাদেশ কখনো এর আগে ওয়ানডেতে লঙ্কানদের বিপক্ষে সিরিজ জেতেনি।
বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
শ্রীলঙ্কা একাদশ : দানুশকা গুণাতিলাকা, কুসাল পেরেরা (অধিনায়ক), পাথুম নিসানকা, কুসাল মেন্ডিস, ধনঞ্জায়া ডি সিলভা, আশেন বান্দারা, দাশুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, ইসুরু উদানা, লাকসান সন্দাকান ও দুশমন্ত চামিরা।