দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্তা ও বৃটিশ আইনে গ্রেপ্তারের প্রতিবাদে গাজীপুরের কাপাসিয়ায় মানববন্ধন, প্রতিবাদ সভা, র্যালি, দুর্নীতির বিরুদ্ধে শপথ ও উপজেলা নিবার্হী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
শুক্রবার বেলা সোয়া ১১টায় উপজেলা পরিষদের সামনে কাপাসিয়ায় কর্মরত প্রিণ্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা এ প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেয়। এ ছাড়াও সমর্থন জানিয়ে কাপাসিয়া সংস্কৃতি পরিষদ, কাপাসিয়া দুর্নীতি পরিষদ, শিক্ষক প্রতিনিধিরা প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন।
কাপাসিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (ইনকিলাব) শামসুল হুদা লিটনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাংবাদিক সঞ্জিব কুমার দাস, সাইফুল ইসলাম শাহীন, এফ এম কামাল হোসেন, নূরুল আমিন সিকদার, মো. মজিবুর রহমান, শেখ সফিউদ্দিন জিন্নাহ, আঃ কাইয়ুম, মো. আকরাম হোসেন রিপন, কাপাসিয়া ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. সাইফুল ইসলাম, কাপাসিয়া সেন্ট্রাল কলেজের পরিচালক ইকবাল হায়দার সবুজ, শিক্ষক নেতা আশরাফ খান প্রমুখ।