শিমুলিয়া ঘাট থেকে ছেড়ে আসা পৃথক দুটি ফেরিতে বাংলাবাজার ঘটে ভিড়ার আগ মূহুর্তে যাত্রীদের চাপে ও প্রচণ্ড গরমে ৫ জনের মৃত্যু হয়েছে।
ঘাট ও পুলিশ সূত্রে জানা যায়, আজ সকাল ১০ টার দিকে যাত্রী বোঝাই করে শিমুলিয়া ঘাট থেকে রো রো ফেরি শাহ-পরান ছেড়ে আসে। বেলা সাড়ে ১১ টায় বাংলাবাজার ৩ নং ফেরি ঘাটে আসে। যাত্রীরা নেমে গেলে দেখা যায় আনচুর মাতুব্বর নামের এক ১৫ বছরের কিশোর ফেরিতেই মারা গেছে।
অন্যদিকে এনায়েতপুরী ফেরীতে গরমে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুইজন পুরুষ ও ২ জন মহিলা। এছাড়াও একই ফেরিতে হিটস্টকের শিকার হয়েছে ৭/৮ জন। বিষয়টি নিশ্চিত করেছে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিরাজ হোসেন।