বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশ নেয়ার বিষয়ে পরিবার কিংবা দলের পক্ষ থেকে আবেদন জানানো হয়নি বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার সকালে বিএনপি মহাসচিব টেলিফোনে এ কথা জানান। বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে খালেদা জিয়ার শারীরিক অবস্থা অবহিত করা হয়েছে।
বর্তমানে খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে, তিনি সিসিইউ’তে পর্যবেক্ষণে আছেন। আজ দুপুরে মেডিকেল বোর্ড বসে পরবর্তী চিকিৎসার কার্যক্রম বিষয়ে সিদ্ধান্ত নেবে।
সোমবার সকালে শ্বাসকষ্ট শুরু হলে বিকেলে বিএনপি চেয়ারপারসনকে করোনার কেয়ার ইউনিট-সিসিইউতে স্থানান্তর করা হয়। করা হয় বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা। এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক সাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ সদস্যের একটি মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসার দায়িত্বে আছেন।
গত ১১ এপ্রিল করোনাভাইরাসে আক্রান্ত হন বিএনপি নেত্রী খালেদা জিয়া। আর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় ২৭ এপ্রিল।