বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র জমা দিয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিয়ম অনুযায়ী নিজের সকল সম্পত্তির বিবরণও জমা দিয়েছেন তিনি। তবে বিস্ময়কর ব্যাপার হল, হলফনামায় মমতার সম্পদ কমেছে প্রায় ৪৫ শতাংশ।
এবার নির্বাচনী হলফনামায় মমতা নিজের সম্পত্তির পরিমাণ দেখিয়েছেন ১৬ লাখ ৭২ হাজার ৩৫২ রুপি। অন্যদিকে, ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের হলফনামায় তার সম্পত্তির পরিমাণ ছিল ৩০ লাখ ৭৫ হাজার রুপি। অর্থাৎ পশ্চিমবঙ্গের এই মুখ্যমন্ত্রীর সম্পত্তির পরিমাণ ৪৫ শতাংশের বেশি কমেছে।
হলফনামা জমা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনকে জানিয়েছেন, তার নিজের নামে কোনও গাড়ি নেই। তার কাছে নগদ ৬৯ হাজার ২৫৫ রুপি রয়েছে। ব্যাংকে ১৩ লাখ ৫৩ হাজার টাকা রয়েছে মমতার।
হলফনামায় মমতা আরও জানিয়েছেন, তার কাছে ৯ গ্রাম ৭৫০ মিলিগ্রামের মতো গয়না রয়েছে। এর বাইরে তার আর কোনো সম্পদ নেই।
তবে মমতার সম্পত্তি কমলেও এর সম্পূর্ণ বিপরীত চিত্রও আছে। কাকদ্বীপের বিদায়ী বিধায়কমন্ত্রী মন্টুরাম পাখিরার সম্পত্তির পরিমাণ বেড়েছে ৭৩৫ শতাংশেরও বেশি।