বেশ কয়েক দিন ধরেই রাজধানীতে গরম অনুভূত হচ্ছে। আর গরমে খানিকটা স্বস্তি বয়ে আনলো এক পশলা বৃষ্টি।
শনিবার বিকেল পৌনে পাঁচটার দিকে বৃষ্টি শুরু হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত বৃষ্টি হচ্ছিলো।
এদিকে হঠাৎ করে বৃষ্টি নামায় বিপাকে পড়েন পথচারীরা। বৃষ্টি নামার সঙ্গে সঙ্গে রাস্তার পাশে বিভিন্ন দোকানগুলোতে আশ্রয় নেন তারা। যারা রিকশায় ছিলেন তারাও পর্দা না থাকায় ভিজেছেন।
তবে গরমের পর এই বৃষ্টিতে খুশি ছিলেন সবাই।