আজ একুশে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে স্ট্যাটাস দেওয়ার পাশাপাশি একটি ছবিও পোস্ট করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের প্রাণভোমরা সাকিব আল হাসান।
সবারই রয়েছে তার মাতৃভাষায় কথা বলার অধিকার। আর আমাদের সেই অধিকার রক্ষার জন্য ১৯৫২ সালের এই দিনে আমাদের ভাষা সৈনিকেরা প্রাণের মায়া ত্যাগ করে নেমে এসেছিলেন রাজপথে। স্মরণ করছি সকল ভাষাসৈনিকদের, যাদের জন্য আজ গর্ব করে কথা বলতে পারি বাংলা ভাষায়।’