পটুয়াখালী- কুয়াকাটা মহাসড়কের শাখারিয়া এলাকায় মেহেলী পরিবহনে চাপায় রেহেনা বেগম (৩২) নামের এক নারীর মৃত্যু হয়েছে। দূর্ঘটনয় মৃত রেহেনা বেগমের শিশু কন্যা রিয়ামনি (৩), চাচী শ্বাশুরীর পিয়ারা বেগম (৫৫) সহ আহত হয়েছে আরও তিনজন।
আজ মঙ্গলবার সকাল দশটায় পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের শাখারিয়া বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। মৃত রেহেনা বেগম আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের আফজাল হোসেনর স্ত্রী। স্থানীয়দের সূত্রে জানা গেছে, সকালে রেহেনা বেগম, তার সন্তান ও চাচী স্বাশুরীকে নিয়ে আমতলী থেকে পটুয়াখালী আসার উদ্দেশ্যে বাসে উঠে সামনের মহিলা সিটে বসেন।
শাখারিয়া এলাকায় বাসটি পৌছলে গলাচিপা থেকে আসা একটি বাস তাদের বাসটিকে ধাক্কা দেয়। এতে তারা তিনজনই ছিটকে রাস্তায় গিয়ে পড়েন। এসময় ওই বাসেরই পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই রেহেনা বেগমের মৃত্যু হয়। স্থানীয়রা তাৎক্ষনিক তাদের উদ্ধার করে পটুয়াখালী হাসপাতালে নিয়ে এসে ভর্তি করে। আমতলী থানার ওসি শাহালম হাওলাদার জানান, মৃত নারীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ঘাতক বাসটিকে আটক করা হয়েছ।