পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, লাহোর সমাবেশের মধ্যদিয়েই সরকার বিরোধী আন্দোলনের কবর হয়ে গেছে। তিনি গতকাল (সোমবার) নিজ কার্যালয়ে দলীয় মুখপাত্রদের সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন।
তিনি লাহোরে পাকিস্তানের বিরোধী দলগুলোর জোট পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্টের (পিডিএম)’র সাম্প্রতিক সমাবেশের প্রতি ইঙ্গিত করে বলেন, লাহোরের সমাবেশ থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। সেই সমাবেশ মাঠে মারা গেছে। তিন মাস ধরে বিরোধীরা যে আন্দোলন করছে, তার কবর হয়ে গেছে।
করোনা ভাইরাসের সংক্রমণ দিন দিন বাড়ছে পাকিস্তানে। এ অবস্থায় পাকিস্তানের বিরোধী দলগুলো সমাবেশ করায় ক্ষোভ জানান ইমরান।
তিনি বলেন, বিরোধীদের আন্দোলন অকার্যকর। ইমরান বলেন,‘পিডিএমের ভাগ্যও হবে এই সমাবেশের মতোই ।’
লাহোরের সমাবেশে পাকিস্তান মুসলিম লিগ–নওয়াজ এর নেতা ও দলটির সহসভাপতি মারিয়াম নওয়াজ বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খানের তীব্র সমালোচনা করেন। এ প্রসঙ্গে ইমরান খান বলেন, মারিয়াম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মানহানি করেছেন।
এদিকে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ কোরেইশি আজ (মঙ্গলবার) বলেছেন, প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগের আলটিমেটাম আমরা সরাসরি প্রত্যাখ্যান করছি।
কোরেইশি বিরোধী জোটকে উদ্দেশ্য করে বলেন, “আপনারা ৩১ জানুয়ারির মধ্যে পদত্যাগের জন্য প্রধানমন্ত্রীকে আলটিমেটাম দিয়েছেন। আমরা বলে দিচ্ছি তিনি পদত্যাগ করবেন না।” বিরোধীদলের এ ধরণের আলটিমেটামকে গণতন্ত্র ও সংবিধানের পরিপন্থী হিসেবে ঘোষণা করেন কোরেইশি।