পদ্মা নদীতে ঘন কুয়াশার কারণে দীর্ঘ ১১ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া রুটে আবারও ফেরি চলাচল শুরু হয়েছে।
কুয়াশা কেটে যাওয়ার পর মঙ্গলবার সকাল ১০টা থেকে এই নৌপথে ফেরি চলাচল শুরু হয়।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)-এর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।সংস্থার আরিচা সেক্টরের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) জিল্লুর রহমান গণমাধ্যমকে বলেন, সোমবার সন্ধ্যা থেকেই পদ্মায় কুয়াশা পড়তে থাকে।
রাত ১১টার দিকে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে ফেরিসহ সব নৌযান চলাচল বন্ধ রাখা হয়। মঙ্গলবার সকাল ১০টার দিকে কুয়াশার তীব্রতা কেটে গেলে ফেরি চলাচল শুরু হয়।