ধর্ষণ, লুণ্ঠন, নিপীড়নে দায় স্বীকার করে, অবিলম্বে সরকারকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দেওয়া বক্তব্য ‘সরকার ক্ষমতায়, কী করে দায় এড়াবে’ উল্লেখ করে তাঁর উদ্দেশে বলেন, আওয়ামী লীগ স্বীকার করে নিয়েছে এই ধর্ষণ, লুণ্ঠন ও নিপীড়নের পেছনে তাদের মদদ রয়েছে।
বুধবার দুপুরে, জাতীয় প্রেসক্লাবের সামনে ,নারী ও শিশু নির্যাতন এবং গণধর্ষণের প্রতিবাদে বিএনপির এক মানববন্ধন কর্মসূচিতে মির্জা ফখরুল এসব কথা বলেন।
মানববন্ধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর কমিটির দক্ষিণের সভাপতি হাবিব-উন-নবী খান।
ফখরুল বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। অর্থনীতি ধ্বংস হয়ে গেছে। মানুষের জীবনের নিরাপত্তা নেই। আজকে সবচেয়ে অসহায় আছেন মা-বোনেরা। তাঁদের কোনো নিরাপত্তা নেই।
বিএনপির মহাসচিব নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, যারা গণতন্ত্র ও আইনের শাসনে বিশ্বাস করে, তারাই পারবে জাতির এসব সমস্যার সমাধান করতে । জনগণের ক্ষমতায় যারা বিশ্বাস করে, তাদের ঐক্যবদ্ধ হতে তিনি আহ্বান জানান।