নারীর প্রতি সহিংসতা বন্ধে সর্বোচ্চ সাজার বিধান রেখে আইন করার পরামর্শ দিয়েছেন সাবেক বিচারপতি ও সিনিয়র আইনজীবীরা।
তবে আইন করেই এই সামাজিক ব্যাধি বন্ধ করা যাবে না উল্লেখ করে তারা বলেন, আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে ঢেলে সাজিয়ে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করার ওপর জোর তাগিদ তাদের।
নিউজ টোয়েন্টিফোরকে দেওয়া একান্ত সাক্ষাতকারে এসব কথা বলেছেন আইনজ্ঞরা।
সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে নারীর প্রতি সহিংসতার চিত্র গণমাধ্যমে উঠে আসার খবরে বিচলিত দেশের মানুষ। সর্বমহলে দাবি উঠেছে নারীর প্রতি সহিংসতা কিংবা ধর্ষণের সর্বোচ্চ সাজার বিধান রেখে আইন কার্যকরের।
আপিল বিভাগের সাবেক বিচারপতি শামসুদ্দিন মানিক মনে করেন নারীর প্রতি সহিংসতা একটা সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে এটা বন্ধ করতে হলে প্রয়োজন আইনের পরিবর্তন করে সর্বোচ্চ সাজার বিধান রেখে তার কঠোর প্রয়োগ।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আইনজীবী আমিনুদ্দিন মনে করেন, সাম্প্রতিক সময়ে বেড়ে যাওয়া নারীর প্রতি সহিংসতার ঘটনা দেশের জন্য একটি অশনি সংকেত। এসব অপরাধের কঠোর শাস্তির পাশাপাশি পারিবারিক শিক্ষার উপরেও জোর দিতে হবে মানুষকে।
তবে আইনজীবী সমিতির সম্পাদক রুহুল কুদ্দুস কাজল বলেন, বর্তমান সময়ে সবচেয়ে বড় সমস্যা হলো আইনের প্রয়োগ না থাকা।
আইন প্রয়োগকারী সংস্থার ভূমিকায় স্বচ্ছতা নিশ্চিত করার পরামর্শ তার।
নারীর প্রতি সহিংসতা বন্ধে রাষ্ট্রীয় ভূমিকার পাশাপাশি পারিবারিক শিক্ষার বিকল্প নেই বলেও মনে করেন তারা।
রামিম রাফি, মিডিয়া গ্রুপ লিমিটেড। যোগাযোগ এডিটর, +8802478835086, ফোনঃ বার্তা প্রধান +8801713932564, সিইও আমির হোসেন। +8801746371260, ব্যবস্থাপনা পরিচালক মোঃ লোকমান মৃধা। 01717966305, Emil: sadhinbanglatv52@gmail.com






