রাজধানীর লালমাটিয়ায় একটি বাসার ছাদ থেকে পড়ে রোকেয়া নামে এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে। তার বাড়ি ময়মনসিংহ জেলায়।
রোববার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
গৃহকর্তা জহিরুল ইসলাম বলেন, প্রায় দেড় বছর ধরে রোকেয়া আমাদের বাসায় গৃহকর্মীর কাজ করে। সকালে আমরা সবাই ঘুমে ছিলাম, তখন সে কোনো কারণে তিন তলা বাসার ছাদে যায়।
এর কিছুক্ষণ পরে বাসার নিচ থেকে কান্নাকাটি শব্দ পেয়ে গিয়ে দেখি সে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।