সাতক্ষীরায় ৪ দালাল, ২ খদ্দের সহ ৩ পতিতাকে আটক করেছে পুলিশ। সাতক্ষীরা সদরের মিলবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটকরা হলেন- সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার আব্দুল হান্নান মোল্লার ছেলে রাজু মোল্লা, মাগুরা গ্রামের সাইফুল ইসলামের ছেলে দেলোয়ার হোসেন, একই এলাকার মৃত. ছাকার আলী কচির ছেলে সাইফুল ইসলাম, আফসার সরদারের ছেলে আবু বক্কার সিদ্দিক শুভ, গরবদাড়ী গ্রামের শহিদুল ইসলামের ছেলে আমিনুল ইসলাম, বরিশাল কোতয়ালীর কালিবাড়ী গ্রামের নিখিল নন্দির ছেলে ব্র্যাকের অফিসার মিঠুন নন্দি, সাতক্ষীরা সদরের বেতলা গ্রামের জনি সরদারের স্ত্রী রুমা খাতুন উরফে ইতি, আশাশুনি কুন্দুরিয়ার মৃত ইসমাইল গাজীর স্ত্রী খালেদা আক্তার মিতা, মাগুরার দেলোয়ার হোসেন সোহানের স্ত্রীর সাদিয়া সুলতানা।
শুক্রবার বেলা ১২টায় সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মির্জা সালাহ্উউদ্দিন প্রেস বিফ্রিংয়ে এ তথ্য জানান।
এসময় সদর থানার ভারপ্রাপ্ত আসাদুজ্জামানসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রেস বিফ্রিয়ে তিনি জানান , গত ১ সেপ্টেম্বর সাতক্ষীরা সদর থানা পুলিশ গোপন সংবাদে জানতে পারেন শহরের মিলবাজার এলাকায় ৩ জন পতিতা তাদের ৪ দালালদের মাধ্যমে ২জন খদ্দের নিয়ে পতিতাবৃত্তির উদ্দেশ্যে মাগুরা এলাকার সাইফুল ইসলামের বাড়িতে অবস্থান করছেন।
উক্ত সংবাদের ভিত্তিতে কাটিয়া ফাড়ির ইনচার্জ টিএসআই শেখ আজাদুল ইসলাম, এএসআই শেখ মোস্তাক আহম্মদসহ তাদের সঙ্গীয় ফোর্স সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে।
গ্রেপ্তাররা মোবাইলের পরিচয়ের মাধ্যমে এবং তাদের দালালদের মাধ্যমে খরিদ্দার সংগ্রহ করে সুবিধামতো স্থানে আটক করে বিকাশ, রকেট এবং অন্যান্যভাবে দীর্ঘদিন যাবৎ অর্থ হাতিয়ে নিচ্ছে। এঘটনায় আটকদের বিরুদ্ধে মামলায় দায়ের করেন। এসময় তাদের কাছ থেকে ১৮ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়।