এবার খোদ রাজধানীতেই চাঞ্চল্যকরভাবে ধর্ষণের শিকার হলেন ৩ তরুণী। সোমবার কুড়িল এলাকা থেকে ৩ তরুণীর অভিযোগের ১৩ ঘন্টা পর সিরিয়াল ধর্ষক দেওয়ান রসূল হৃদয়কে গ্রেপ্তার করে ভাটারা থানা পুলিশ।
গত ১৬ সেপ্টেম্বর থেকে পুল পার্টি ও ডিজে পার্টির নামে ৫ তরুণীকে বাসায় এনে হৃদয় ধর্ষণ করে বলে জানায় পুলিশ।
সামাজিক যোগাযোগ মাধ্যমের টিকটক, পুল পার্টি কিংবা ডিজে পার্টি উঠতি বয়সী কিছু তরুণ তরুণীর এখন বেশ প্রিয়। কেউ নিতান্তই সময় কাটাতে, কেউবা নায়িকা সেলিব্রেটি হওয়ার স্বপ্নে এসবে বুদ হন।
এমন স্বপ্নে নিম্ন মধ্যবিত্ত পরিবারের ৫ তরুণী ফেসবুক বন্ধুর ডাকে সাড়া দিয়ে পালিয়ে আসেন ঘর ছেড়ে। গত ১২ সেপ্টেম্বর অংশ নেন গাজীপুরের এক পুল পার্টিতে। সেখানে পরিচয় হয় দেওয়ান রসূল হৃদয় নামের এক টিকটক ব্যবহারকারীর। এরপর বাসায় থাকার জায়গা দেয়ার কথা বলে ১৪ সেপ্টেম্বর হৃদয় তার কুড়িলের নিজ বাসায় ডেকে আনেন ৫ তরুণীকে।
ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সৈয়দ মামুন মোস্তফা জানান, ধর্ষণ হওয়া ওই তিন তরুণী মডেলিং বা নিজে কিছু করবে বলে ঘর থেকে চলে আসে। এর পর দেওয়ান রসূল হৃদযের সাথে পরিচয় হয় তাদের। ১৬ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত ১০ দিনে একে একে তিনজনকে জোরপূর্বক ধর্ষণ করে দেওয়ান রসূল হৃদয়।
এরপর আরো এক তরুণীকে ধর্ষণের চেস্টা করলে ভাটারা থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন ৫ তরুণী। পরে ১৩ ঘন্টার চেষ্টায় আসামীকে একই এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ আরো জানায়, ভিকটিমের কারও বয়স ১৮ বছরের উপরে নয়। তাদের নানা ভাবে ফুসলিয়ে ধর্ষণ করা হয়েছে।
এঘটনায় আসামীকে আদালতে সোপর্দ করে রিমান্ড চাইবেন বলে জানায় গুলশান জোনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার।