রাজশাহীর গোদাগাড়ী থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক সদস্যকে আটক করেছে র্যাব। তার নাম শিমুল হোসাইন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে র্যাব-৫ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দিনগত রাতে গোদাগাড়ী উপজেলার সরমংলা ইকোপার্ক এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য শিমুলকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে উগ্রবাদী লিফলেট জব্দ করা হয়। শিমুল সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের আব্দুল গণির ছেলে।
আটক শিমুলের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে গোদাগাড়ী মডেল থানায় একটি মামলা করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।