ঢাকার ধামরাইয়ে নয় বছরের এক প্রতিবন্ধী শিশু ধর্ষণের শিকার হয়েছে। এঘটনায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও ধর্ষণকারীকে আটক করতে পারেনি।
পুলিশ বলছে, গেল ৮ সেপ্টেম্বর ধামরাইর গাঁওয়াইল এলাকায় নয় বছরের এক প্রতিবন্ধি শিশু রাস্তায় দাঁড়িয়ে ছিলো। এসময় প্রতিবন্ধি শিশুটিকে চকলেট দেওয়ার প্রভোলন দেখিয়ে একটি বাড়িতে নিয়ে ধর্ষণ করে ওই এলাকার আরশেদ আলী।
পরে প্রতিবন্ধী শিশুটিকে ভয়ভীতি ও হত্যার হুমকি পালিয়ে যান ধর্ষণকারী ব্যক্তি। প্রতিবন্ধী শিশুটি ভয়ে ধর্ষণের বিষয়টি এতদিন কাউকে না জানালেও গতকাল রাতে তার বাবা মাকে বিষয়টি জানায়।
পরে রাতেই ধামরাই থানায় একটি ধর্ষণের অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে ধর্ষণকারীকে আটক করতে পারেনি।
শিশুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করে পুলিশ।
এবিষয়ে ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, ধর্ষণকারীকে ধরতে আমাদের অভিযান চলছে।