তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, হাটহাজারী মাদ্রাসার ভেতরে যে ঘটনা ঘটেছে, তার কারণে আহমদ শফীর মৃত্যু হয়েছে কিনা তা চিকিৎসকরা বলতে পারবে।
বেলজিয়াম সফর শেষে রোববার ( ২০ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুলের বক্তব্যে মনে হচ্ছে, খালেদা জিয়ার মুক্তি নিয়ে প্রধানমন্ত্রী যে মহানুভবতা দেখিয়েছেন, সেটা না দেখলেই ভালো হতো।
খালেদাকে আবার কারাগারে পাঠানোর দাবি জনগণের ভেতর থেকে উঠে আসে কি না, সেটা এখন প্রশ্ন।
তিনি বিএনপির কড়া সমালোচনা করে বলেন, হত্যার মধ্য দিয়ে বিএনপির উন্মেষ। খালেদা জিয়াও হত্যার রাজনীতি চালু রেখেছেন।
বাংলাদেশ আওয়ামী লীগ বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সমর্থন করে না বলেও মন্তব্য করেন তিনি।