বাঁশ দিয়ে তৈরি বিস্কুট করলো আগরতলার বাম্বু অ্যান্ড কেন ডেভেলপমেন্ট ইন্সটিটিউট। আর সেই বিস্কুট নিজে খেয়ে উদ্বোধন করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব।
মুলি বাঁশের খাদ্যগুণ মাথায় রেখে এটি তৈরি করা হয়েছে। কচি বাঁশের যে অংশ খাওয়ার যোগ্য তা দিয়ে বানানো হয়েছে বিস্কুট।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বাঁশ দিবস উপলক্ষে ওই বিস্কুট খান তিনি।
গোটা দেশে বাঁশের খাদ্যগুণ নিয়ে চলছে চর্চা। বাঁশের নরম অংশ প্রোটিন ও ভিটামিনে সমৃদ্ধ। ফ্যাটের পরিমাণও কম। এর পাশাপাশি থাকে পরিমিত মাত্রায় ডায়েটারি ফাইবার।
মূলত, মুলি বাঁশের সঙ্গে ময়দা মিশিয়ে তৈরি কার হয়েছে এই সুস্বাদু বিস্কুট। আদিবাসীদের মধ্যে বাঁশের এই অংশ খাওয়ার চল রয়েছে।
এ ব্যাপারে বাম্বু অ্যান্ড কেন ডেভেলপমেন্ট ইন্সটিটিউটের প্রধান অভিনব কান্ত জানান, মুলি বাঁশ খেতে মিষ্টি। সেই অংশ দিয়েই তৈরি কুকিজ।