বরিশালে রোগী ধরা ৮ দালালকে এক মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত । সোমবার সকালে সদর রোডের বাটারগলি এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরূপম মজুমদার জানান, অভিযুক্তরা রোগীদের বড় ডাক্তার দেখানো ও পরীক্ষা-নিরীক্ষার নামে প্রতারণার ফাঁদে ফেলে তাদের অর্থ হাতিয়ে নেয়।
তাদের একটি বড় চক্র রয়েছে। দীর্ঘদিন ধরে তারা রোগীদের সঙ্গে এই প্রতারণা করে আসছিল।
অভিযোগের প্রেক্ষিতে গোয়েন্দা পুলিশের সহায়তায় আজ অভিযান চালিয়ে ৮জনকে আটক করা হয়। পরে তাদের প্রত্যেককে ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।
দণ্ড ঘোষণার পর তাদেরকে কারাগারে পাঠানো হয়। জনস্বার্থে এই অভিযান চলবে বলেও জানান তিনি।