ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় সদর উপজেলার নারগুন ডাঙ্গীপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্বজনরা জানান, নারগুন ইউনিয়নের সিসমত দৌলতপুর গ্রামের আজিবউদ্দিনের বাবা জাল দিয়ে মাছ ধরতে বাড়ির পাশেই ডাঙ্গীপুকুরে যায়। এসময় আজিবউদ্দিনের দুই ছেলে নাহিদ হোসেন (৮) ও আব্দুল (৫) দাদার পিছনে পিছনে যায়।
এসময় দাদার অজান্তে একটি খালে বৃষ্টির জমে থাকা পানিতে পরে যায় নাহিদ ও আব্দুল। পরে তাদের খোঁজাখুঁজির পর দুজনের লাশ দেখতে পায় স্বজন ও এলাকাবাসি।
সেখান থেকে দুজনকেই উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। এক সাথে দুই সন্তানকে হারিয়ে পরিবারের শোকে পুরো গ্রামে শোকাবহ পরিবেশ বিরাজ করছে।