গাজীপুরের টঙ্গীতে এসএস স্টিল মিলে অগ্নিকাণ্ডের ঘটনায় চিকিৎসাধীন তিনজনের মধ্যে আরো একজন মারা গেছেন। সোমবার সকালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের নাম মো. মোজোম্মেল।
এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল।
তিনি বলেন, হাসপাতালে চিকিৎসাধীন বাকি দুজনের অবস্থাও আশঙ্কাজনক।
প্রসঙ্গত, শনিবার (১২ সেপ্টেম্বর) টঙ্গীর এসএস স্টিলের মিলে উত্তপ্ত তরল লোহা ছিটকে পাঁচজন শ্রমিক দগ্ধ হন। পরে দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়।
ওইদিনই সেখানে চিকিৎসাধীন অবস্থায় দগ্ধ এক শ্রমিক মারা যান। তার নাম দুলাল শেখ। পরে চিকিৎসাধীন একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ হোসেন সে সময় গণমাধ্যমকে জানান, টঙ্গীর মিলগেট এলাকার এসএস স্টিল লিমিটেড কারখানায় উত্তপ্ত তরল লোহা গলানোর সময় স্ফুলিঙ্গ ছিটকে দুলাল, রিপন, মোজাম্মেল, নিলয় ও আজহারুল নামে পাঁচ শ্রমিক দগ্ধ হন।
পরে তাদের উদ্ধার করে প্রথমে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল এবং পরে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।