লঙ্কান প্রিমিয়ার লিগের নিলামে সাকিব আল হাসান। আইসিসির নিষেধাজ্ঞা উঠার আগেই টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য নিলামে তোলা হয়েছে বাংলাদেশী অলরাউন্ডারকে।
আগামী ১ অক্টোবর হবে শ্রীলঙ্কার নতুন টুর্নামেন্টের অভিষেক আসরের নিলাম। সাকিবের এক বছরের নিষেধাজ্ঞা শেষ হবে আগামী ২৮ অক্টোবর।
মোট ১৫০জন আন্তর্জাতিক ক্রিকেটারের নাম তালিকাভুক্ত করেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড।
পাঁচ দলের এই টুর্নামেন্টটি শুরু হওয়ার কথা রয়েছে আগামী নভেম্বরের ১৪ তারিখে। প্রতিটা দল ৬ জন করে বিদেশি ক্রিকেটারকে দলে নিতে পারবে।