বরিশালে নাব্য সংকটে বন্ধ হয়ে যাওয়া ছোট নৌপথগুলো আবার সচল করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ।
শনিবার দুপুরে ঢাকা-বরিশাল নৌপথের বাস্তব চিত্র পরিদর্শনকালে, বরিশালে একথা জানান তিনি। এর আগে ঢাকা-বরিশাল নৌরুটে, মিয়ারচর, কালীগঞ্জ ও আলু বাজার- এই তিনটি চ্যানেল চালু ছিল।
কিন্তু ড্রেজিংয়ের অভাবে তিনটি পথই বন্ধ হয়ে যায় একসময়। এসব পথ চালু করতে মন্ত্রণালয় থেকে সমীক্ষা চালানো হয়েছে বলেও জানান মন্ত্রী। এছাড়া তিনি বলেন, উন্নয়নের নামে কোন সংস্থাই আর নদী দখল করতে পারবে না।