রংপুরে ট্রাকের ধাক্কায় সুলতান মিয়া (৭০) নামের এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। এঘটনায় পুলিশ ট্রাকটি জব্দ করলেও চালক পলাতক রয়েছেন।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে রংপুর নগরীর নজিরেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত সুলতান মিয়া নজিরেরহাট এলাকার বাসিন্দা। শনিবার সকাল সোয়া ৮টার দিকে বাড়ি থেকে নজিরেরহাট বাজারের দিকে যাচ্ছিলেন সুলতান মিয়া। এ সময় পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। প্রত্যক্ষদর্শীরা ট্রাকটিকে ধাওয়া করলেও চালক কৌশলে ট্রাক রেখে পালিয়ে যান।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে হাজিরহাট থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।
এব্যাপারে হাজিরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান জানান, চালক পালিয়ে গেলেও ট্রাকটি আমাদের হেফাজতে রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।