বেনাপোল সীমান্ত হতে বিপুল পরিমাণ বিদেশি অস্ত্র ও গোলাবারুদসহ ৩ চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। শনিবার বেনাপোল রঘুনাথপুর সীমান্তে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় ১১টি পিস্তল, ২২টি ম্যাগজিন, ৫০ রাউন্ড গুলি এবং ১৪ কেজি গাঁজা উদ্ধার হয়।
আটকরা হলেন, সাজজুল, আলমগীর ও আনারুল। তাদের বাড়ি বেনাপোলের বিভিন্ন এলাকায়।
শনিবার বিকেলে প্রেস ব্রিফিংয়ে ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মো. সেলিম রোজা জানান, এসব অস্ত্র, গোলাবারুদ ও গাঁজা ভারতের চব্বিশ পরগনার লাল্টু মিয়ার নিকট থেকে সংগ্রহ করে এদেশের মাদক সম্রাট বাদশা মল্লিকের কাছে হস্তান্তরের জন্য আনা হয়েছিল। এ ঘটনার সাথে একাধিক ব্যক্তি বা সংগঠন যুক্ত থাকতে পারে। এর উদ্দেশ্য বা পরবর্তী কার্যক্রম কী হতে পারত সে ব্যাপারে তদন্ত চলছে। উদ্ধার অস্ত্র, গোলাবারুদ ও মাদক দ্রব্যের মূল্য ১২ লাখ ১৮ হাজার টাকা। আসামিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।