বলা হয় পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়ের স্থান মায়ের আঁচল। বনের পশুরাও নিজের সন্তানদের আগলে রাখে। যেকোনও বিপদে ছায়ার মতো সন্তানদের সুরক্ষিত রাখে। কিন্তু এ কেমন পাষণ্ড মা, যিনি কিনা নিজেই তার পাঁচ সন্তানকে নিজ হাতে হত্যা করলেন!
জার্মানির পশ্চিমাঞ্চলীয় শহর সলিনগেনে এমন নিষ্ঠুর ঘটনা ঘটেছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, নিজের সন্তানদের হত্যা করে ওই পাষাণ মা নিজেও পার্শ্ববর্তী ডুসেলডর্পের রেললাইনে আত্মহত্যা করতে চেয়েছিলেন। তবে তিনি এখনও বেঁচে আছেন।
বিবিসি জানিয়েছে, ওই ৫ শিশুর মধ্যে ৩ মেয়ে ও ২ ছেলে রয়েছে। তাদের বয়স ১ থেকে ৮ বছরের মধ্যে। তারা ৬ ভাই-বোন। এর মধ্যে সবার বড় ১১ বছর বয়সী আরেক ছেলে শিশু জীবিত আছে।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ওই শিশুদের নানি পুলিশকে ফোন করে জানান, তার মেয়ে ৫ সন্তানকে হত্যা করে বাসা থেকে বের হয়ে গেছে।
নিজ সন্তানদের হন্তারক ওই মা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন পুলিশের মুখপাত্র স্টিফেন ওয়েয়ান্ড। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে বলেও জানান তিনি।
জার্মান সংবাদমাধ্যম বিল্ড’র খবরে বলা হয়েছে, সোলিনজেনের ওই অ্যাপার্টমেন্ট ভবনটির প্রবেশপথ পুলিশ বন্ধ করে দিয়েছে। ঘটনাস্থলের ছবিতে দেখা গেছে, পুলিশের গাড়ি ও অ্যাম্বুলেন্স সারিবদ্ধ অবস্থায় রয়েছে। ফরেনসিক কর্মকর্তারা অনুসন্ধান করছেন।