নওগাঁর ধামইরহাটের ঘুকসী নদীতে মাছ ধরতে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। জানা গেছে, আজ সোমবার সকাল থেকে ধামইরহাট বাজারের পূর্ব পার্শে ধামইরহাট-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের ঘুকসী নদীর ধামইরহাট সেতুর নিচের দহে মাছ ধরছিল এলাকাবাসী।
সকাল ১০টার দিকে হাটনগর গ্রামের এ্যামল পাহান (৩৫) তার সন্তানকে নিয়ে খেবলা জাল দিয়ে মাছ ধরতে ওই দহে আসে। প্রায় দেড় থেকে দুই শতাধিক মানুষ এ দহে মাছ ধরছিল। জাল দহে ফেলে পানিতে ডুব দিয়ে মাছ ধরছিল এ্যামল পাহান।
দীর্ঘক্ষণ পর পানি থেকে উপরে না উঠলে তার ছেলে অনিক পাহান (৭) কান্নাকাটি করতে থাকে। দুপুর সাড়ে ১২টার দিকে তার লাশ পানিতে ভেসে ওঠে। এ খবর ছড়িয়ে পড়লে হাটনগর আদিবাসীপল্লীতে শোকের ছায়া নেমে আসে। এ্যামল পাহান দুই সন্তানের জনক এবং ওই গ্রামের মৃত রবিয়া পাহানের ছেলে।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ আব্দুল মমিন বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ সৎকারের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।