নওগাঁর সাপাহারে বজ্রপাতে দুই কিশোরের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে এক কিশোরী। আজ রোববার দুপুর দুটার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলা সদরের গোডাউনপাড়া গ্রামের ইছাহাক আলীর ছেলে শফিকুল (১৩) বাজার থেকে বাড়ি ফিরছিল এমন সময় বজ্রপাতের ঘটনা ঘটলে ঘটনাস্থলেই সে মারা যায়।
অপরদিকে উপজেলার শিরন্টি ইউনিয়নের তাঁতইর গ্রামের আফজাল হোসেনের ছেলে হাফিজুর রহমান (১৫) গোসল করার জন্য বাড়ির কাছে পুকুরের পাশে স্কুল মাঠে খেলা করছিল। এ সময় বজ্রপাতের ঘটনা ঘটলে ঘটনাস্থলে সে মারা যায়। আর পাশে থাকা একই গ্রমের আলমগীর হোসেনের মেয়ে নাজিফা (১১) বজ্রপাতে আহত হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন সাপাহার থানার ওসি আব্দুল হাই। তিনি বলেছেন, আহত নাফিজাকে প্রাথমিকভাবে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।