রাজধানীসহ দেশের উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে আগামী ২৩ জুলাই পর্যন্ত টানা বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে আবহাওয়াবিদ আফতাব উদ্দিন নিউজ টোয়েন্টিফোর অনলাইনকে এ কথা জানান।
তিনি বলেন, মৌসুমী বায়ু সক্রিয় থাকায় ঢাকাসহ দেশের প্রায় সব স্থানেই বৃষ্টি হচ্ছে। এ অবস্থা আগামী তিন থেকে চারদিন অব্যাহত থাকবে। তবে টানা বৃষ্টি হবার সম্ভাবনা নেই।
তিনি আরও বলেন, দেশের সমুদ্র বন্দরগুলোকে স্থানীয় তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আর সাতটি অঞ্চলের নদীবন্দরকে দুই নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত আর বাকি অঞ্চলগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে বলা হয়েছে।