পটুয়াখালীর গলাচিপায় রেনু বেগম নামের ষাট বছরের এক বৃদ্ধা পটাশ এলাম (ফিটকিরি) খেয়ে আত্মহত্যা করেছ্।ে ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার চিকনিকান্দি ইউনয়নের মাঝ গ্রামে। স্বজনরা গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালে প্রেরণ করেছেন। পুলিশ সূত্রে জানাগেছে, গলাচিপা উপজেলার মাঝ গ্রামের মতিন মোল্লার স্ত্রী রেনু বেগম (৬০) দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে শারীরিক অসুস্থ ছিলেন। রোগের যন্ত্রণা সহ্য করতে না পেরে বৃহস্পতিবার রাতে ঘরে থাকা পটাশ এলাম (ফিটকিরি) খেয়ে আত্মহত্যা করেন। পরিবারের লোকজন তার অবস্থার অবনতি দেখে দ্রæত গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় রাতেই রেনু বেগমের মৃত্যু হয়। গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম বলেন, রেনু বেগম দীর্ঘদিন ধরে নানা রোগে আক্রান্ত ছিলেন। রোগের যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানাগেছে। ময়না তন্তের জন্য তার লাশ পটুয়াখালী সদর হাসপতালে প্রেরণ করা হয়েছে।রামিম রাফি, মিডিয়া গ্রুপ লিমিটেড। যোগাযোগ এডিটর, +8802478835086, ফোনঃ বার্তা প্রধান +8801713932564, সিইও আমির হোসেন। +8801746371260, ব্যবস্থাপনা পরিচালক মোঃ লোকমান মৃধা। 01717966305, Emil: sadhinbanglatv52@gmail.com






