চট্টগ্রামের সীতাকুণ্ড পৌর সদরে ১১ জন কলেজ শিক্ষার্থী নিয়ে একটি যাত্রীবাহী লেগুনা খাদে পড়ে গেছে। এ দুর্ঘটনায় লেগুনায় থাকা সব শিক্ষার্থী আহত হয়েছে।
আজ সোমবার বেলা ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ব্যক্তিরা ছাত্রীদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এর মধ্যে চারজনের অবস্থা গুরুতর। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত ছাত্রীদের সবাই উপজেলার ছোট দারোগারহাট তাহের মঞ্জুর কলেজের শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা গেছে, লেগুনাটি পৌরসভার শেখ পাড়া এলাকা অতিক্রম করার সময় অপর একটি মিনিবাস লেগুনাটিকে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পার্শ্ববর্তী একটি খাদে পড়ে যায়। তাদের উদ্ধারে স্থানীয় লোকজন এগিয়ে আসে।
বিষয়টি নিয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নুর উদ্দিন রাশেদ জানান, আহত ১১ ছাত্রীকে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে চারজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত ব্যক্তিদের কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। অন্যদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।