সাংবাদিকের ওপর রাগ করে নিজের দেয়া বক্তব্য ভুল ছিলো বলে জানালেন ছোটপর্দার অভিনেত্রী তানজিন তিশা। এরপর ক্ষমা চেয়ে করা পোস্টটি মুছে ফেলার বিষয়েও কথা বলেছেন অভিনেত্রী।
সোমবার (২০ নভেম্বর) ডিবি কার্যালয় থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিশা। এসময় তিনি বলেন, আমি এক সাংবাদিকের ওপর রাগ করে বলেছিলাম তাকে উড়িয়ে দেবো।
সেটা আমার ভুল ছিলো।
ক্ষমা চেয়ে করা পোস্টটি মুছে ফেলার বিষয়ে এই অভিনেত্রী বলেন, আমি পোস্ট করার পর দেখি সেটা নিয়ে অনেক কথা হচ্ছে। ওই পোস্টের কারণে আমি বুলিংয়ের শিকার হচ্ছিলাম। এ জন্য পোস্টটি ডিলিট করে দিতে বাধ্য হয়েছি।
এদিন বিকেল ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে সাক্ষাৎ করেন তিশা। ব্যক্তিগত সমস্যা সম্পর্কে ডিবি কর্মকর্তাদের অবহিত এবং পরামর্শ নেয়ার জন্যই তার ডিবি কার্যালয়ে যাওয়া বলে জানান তিনি।