বাগেরহাটে ১২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। রোববার সকালে বাগেরহাট শহরের খারদার এলাকার ভিআইপি মোড়ে গাজাসহ তিনজনকে গ্রেপ্তারসহ মাদক বহনকারী কাভার্ডভ্যান জব্দ করে গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তাররা হলো, কুড়িগ্রাম জেলার সরদার পাড়া এলাকার কাসেম আলীর ছেলে কবির হোসেন (২৩), বাগেরহাট জেলা সদরের ফুলবাড়ী এলাকার চান মিয়া হাওলাদারের ছেলে মিজান হাওলাদার (২৮) ও শহরেরা পালপাড়া এলাকার বাবুল হোসেনের ছেলে খালিদ হোসেন লিপু (২৫)।
বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক সৈয়দ বাবুল আক্তার এ তথ্য নিশ্চিত করে জানান, বাগেরহাটে মাদকের একটি বড় চালান আসছে পুলিশ সুপার আবুল হাসনাত খানের কাছে গোপন খবর আসে।
এমন খবরের ভিত্তিতে রোববার সকালে দ্রুত গোয়েন্দা পুলিশ বাগেরহাট শহরের খারদার এলাকার ভিআইপি মোড়ে অভিযানে নামে। এসময়ে খুলনা থেকে বাগেরহাটগামী একটি কাভার্ডভ্যান দ্রুত গতিতে আসতে দেখে সিগন্যাল দেয়।
পরে তল্লাশি চালিয়ে কাভার্ডভ্যানের কেবিন থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তিন মাদক কারবারিকে গ্রেপ্তার ও জব্দ করা হয় কাভার্ডভ্যান।