নানা কর্মসূচির মধ্যদিয়ে পটুয়াখালীর দশমিনায় সারা দেশের ন্যায় ৫২তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে।
‘সমবায়ে গড়েছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যেকে সামনে রেখে দশমিনা উপজেলা প্রশাসন ও সমবায়ের যৌথ আয়োজনে দিবসটি পালন উপলক্ষে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও পবিত্র গীতা পাঠ শেষে আলোচনা সভা ও সফল সমবায় সমিতি এবং সমবায়ী উদ্যোক্তাদের নিয়ে আলোচনা করা হয়।
(৪ নভেম্বর) রোজ শনিবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার নাফিজা নাজ নীরা’র সভাপতিত্বে ও চরহোসনাবাদ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি পি.এম রায়হান বাদলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দশমিনা উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজীজ।
এছাড়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি)আসিউজ্জামান চোধুরী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সামছুন্নাহার খান ডলি,পটুয়াখালী জেলা সমবায় কার্যলয়ের পরিদর্ষক ।
মোঃ ইমরান হোসেন, উপজেলা মৎস্য ফিসারিস অফিসার মোঃ নাজমুল হাসান,গছানী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি কাজী আনোয়ার হোসেন,প্রতিভা ভোগ্য পন্য সমিতির সভাপতি ইশ্বর চন্দ্র শীল, বেতাগী সানকিপুর সম্পীতি কো-অপারেটিভ ।
ক্রেডিট ইউনিয়নের সভাপতি মোঃ মিজানুর রহমান ঢালী,আলিপুরা আবাসন সমবায় সমিতির সভাপতি মিনতী রানী প্রমূখ। এ সময় সমবায় সমিতির সদস্য, উদ্যোক্তা, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।