শেখ হাসিনার আজ্ঞাবহ নির্বাচন কমিশন কর্তৃক অবৈধ ভাবে তফসিল ঘোষণা করার প্রতিবাদে ও তফসিল বাতিলের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জামালপুর জেলা শাখার সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ শাহিনুর রহমান শাহিনের নেতৃত্বে তাৎক্ষণিক প্রতিবাদ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১৫ নভেম্বর রাতে স্থানীয় আজাদ ডাক্তার মোড় হতে এক প্রতিবাদ বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফিসারীমোড়ে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
প্রতিবাদ বিক্ষোভ মিছিল সমাবেশে বক্তব্য রাখেন জামালপুর জেলা যুবদলের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ শাহিনুর রহমান শাহিন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় যুবদল ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ এতে অংশ গ্রহণ করেন।