শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০২:৩১ পূর্বাহ্ন

গলাচিপায় মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ৩৬ সময় দর্শন
  • Print This Post Print This Post
গলাচিপায় মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত sadhinbanglatv is

পটুয়াখালীর গলাচিপায় ১৩২ নং পূর্ব বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় ১৩২ নং বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে উক্ত বিদ্যালয়ের মিলনায়তনে প্রধান শিক্ষক নাজমা আকতার ফনির সঞ্চালনায় ব্যবস্থাপনা কমিটির সভাপতি অটল চন্দ্র পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় শুদ্ধাচার পুরস্কার ও প্রাথমিক শিক্ষা পদক প্রাপ্ত জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. জহিরুন্নবী, সহকারী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রহমান, বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইশরাত জাহান আসমা প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন ৪০ নং বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মু. মঈনউদ্দীন, নূড়িয়া পানপট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেফায়তুল, বোয়ালিয়া বাধ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনির হোসেন, বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আনিসুর রহমান, গলাচিপা ইউনিয়ন ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. সোহরাব ফকির, ১৩২ নং পূর্ব বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যাবস্থাপনা কমিটির সাবেক সভাপতি আব্দুল মোতলেব হাওলাদার, গলাচিপা ইউনিয়ন পরিষদ ৮ নং ওয়ার্ড সদস্য মো. আলমগীর হোসাইন, অভিভাবকগণ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, সহকারী শিক্ষক-শিক্ষিকা ও কোমলমতি শিক্ষার্থীবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

পরে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল উক্ত বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন ও একটি ফলদ আম গাছের চারা রোপণ করেন এবং ৫ জন অস্বচ্ছল শিক্ষার্থীদের মধ্যে স্কুলব্যাগসহ একটি ফুটবল বিতরণ করেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

স্বত্ব © ২০২৩  sadhinbangla.tv 

Download App Sadhin Bangla TV News

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
raytahost-tmnews71