শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০১:১৪ পূর্বাহ্ন

গলাচিপায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেটের সময় : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
  • ৬০ সময় দর্শন
  • Print This Post Print This Post

‘আমার শিক্ষক আমার অভিভাবক। আমাদের মানুষ হওয়ার পেছনের তাদের পরিশ্রম অতুলনীয়। তাদের পাঠদানের মধ্যদিয়ে আমাদের জ্ঞানের পরিধি বাড়াতে সহায়তা করে।

প্রাণের শিক্ষকদের পরিশ্রমের পারিশ্রমিক হিসেবে আমরা আমাদের সেরাটা দিয়ে তাদের মুখ উজ্জ্বল করতে চাই।’ ৫ অক্টোবর বৃহস্পতিবার বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে পটুয়াখালীর গলাচিপা উপজেলায় আয়োজিত শিক্ষক র‌্যালি শেষে এসব কথা বলেন, সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী লিউলি রানি।

বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা অফিসের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষার্থীদের নিয়ে একটি শিক্ষক র‌্যালি বের হয়ে সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন, গলাচিপা সরকারি কলেজ অধক্ষ মো. ফোরকান কবির,গলাচিপা মহিলা কলেজের প্রভাসক জাকির হোসেন , গলাচিপা থানার এসআই রানা, সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দিন, আটখালি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিত কুমার দত্ত মলয় ও প্রাথমিক বিদ্যালয় প্রধানগণ।

শিক্ষক দিবসে বক্তারা বলেন, গুরুত্বসহকারে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করেছি। কয়েকমাস আগে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের জাতীয়করণ এবং অন্যান্য সুযোগ-সুবিধার জন্য রাজধানীতে আন্দোলন করেছিলাম। সেখানে সরকারের পক্ষ থেকে আশ্বাস দেয়া হয়েছে। আমরা আশা করি, প্রধানমন্ত্রী শিক্ষকদের ভাল কিছু উপহার দেবেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

স্বত্ব © ২০২৩  sadhinbangla.tv 

Download App Sadhin Bangla TV News

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
raytahost-tmnews71