পটুয়াখালীর গলাচিপায় গলাচিপায় প্রতিবন্ধী ও বৃদ্ধাদের মাঝে সহায়ক সামগ্রী বিতরণ করেন মানবতার প্রতীক কামরান শহিদ প্রিন্স মানবতার।
শুক্রবার (১০ নভেম্বর) বিকাল ৪ টার সময় উপজেলার গোলখালী ইউনিয়নে সুহরী ব্রিজ বাজারে মো. জহিরুল ইসলাম মাটির নেতৃত্বে কামরান শহিদ প্রিন্স মহাব্বত এর সৌজন্যে প্রতিবন্ধী ও বৃদ্ধাদের মাঝে লাঠি, কমোড, বালতি বিতরণ করা হয়।
ঢাকা কেন্দ্রীয় যুবলীগের সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় আওয়ামী লীগের বর্তমান উপ-কমিটির শ্রম ও জনশক্তি বিষয়ক সদস্য দানবীর কামরান শহিদ প্রিন্স মহাব্বত গলাচিপা-দশমিনা উপজেলার দরিদ্র মানুষের মাঝে প্রতিনিয়ত দান করে যাচ্ছেন।
যার জন্য তিনি এই দুই উপজেলায় দানবীর বলে পরিচিতি লাভ করেন। সাধারণ মানুষের পাশে তিনি বিভিন্ন সময় এ দান করে যাচ্ছেন। প্রতিটি ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে গ্রাম ও ওয়ার্ড পর্যায়ে তার এ অবদান রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন গোলখালী ইউনিয়নের সাবেক ছাত্রলীগের সভাপতি ও বর্তমান ইউনিয়ন আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী মো. জহিরুল ইসলাম মাটি, উপজেলা ছাত্রলীগ নেতা মো. শাহিন মাহমুদ, ইউনিয়ন ছাত্রলীগ নেতা মো. জুয়েল মৃধা, ইউনিয়ন যুবলীগ নেতা মো. মশিউর রহমান, মো. রিপন হাওলাদার, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও সাংবাদিক মো. নাসির উদ্দিন প্রমুখ।
এছাড়া ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় মো. জহিরুল ইসলাম মাটি বলেন, কামরান শহিদ প্রিন্স মহাব্বত ভাইকে সবাই আপন করে নিয়েছেন।
তিনি গরিবের বন্ধু, দানবীর, মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিতি লাভ করেছেন। তার অনুদান ও নির্দেশমত আজকে সুহরী ব্রিজ বাজারে প্রতিবন্ধী ও বৃদ্ধাদের মাঝে লাঠি, কমোড, বালতি বিতরণ করেছি।
তিনি ভবিষ্যতে তার এ মহৎ কার্যক্রম অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন। এ বিষয়ে প্রতিবন্ধী দরবেশ প্যাদা বলেন, আমি একটি মসজিদে মুয়াজ্জিন হিসেবে খেদমত করি। আমি ঠিকমত হাঁটতে পারি না।
এই সহায়ক লাঠি পেয়ে আমি খুশি হয়েছি। এখন আমার হাঁটতে তেমন অসুবিধা হবে না। আল্লাহ তাকে ভাল রাখুক। তার মত মানুষ দেশে অনেক প্রয়োজন। এ বিষয়ে বৃদ্ধ মো. সিরাজ হাওলাদার বলেন, সহায়ক লাঠি পেয়ে আমার আনন্দে বুক ভরে যাচ্ছে। এমন মানুষও আছে যারা মানুষের কল্যানে নিজেকে নিয়োজিত রেখেছেন। আমরা তার জন্য প্রান ভরে দোয়া করি।