শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০২:২৭ পূর্বাহ্ন

গলাচিপায় অতিরিক্ত বিভাগীয় কমিশনারের আশ্রায়ন, শিক্ষা প্রতিষ্ঠান-অফিস পরিদর্শন

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেটের সময় : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৮ সময় দর্শন
  • Print This Post Print This Post
গলাচিপায় অতিরিক্ত বিভাগীয় কমিশনারের আশ্রায়ন, শিক্ষা প্রতিষ্ঠান-অফিস পরিদর্শন sadhinbanglatv

বরিশাল বিভাগীয় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ পারভেজ হাসান, মঙ্গলবার গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়ন পরিষদ পরিদর্শন,

গোলখালী ইউনিয়নের প্রধানমন্ত্রীর উপহার আশ্রায়ন প্রকল্পের ঘর, উপজেলা নির্বাহী অফিস পরিদর্শন শেষে তিনি ডাকুয়া ইউনিয়নের আটখালী মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন। সেখানে তিনি বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন। গলাচিপা ইউনিয়নের অক্ষয়রাম নির্মিত আশ্রায়ন প্রকল্পের ঘর ও সুবিধা ভোগী পরিবারদের সাথে নানা বিষয় নিয়ে মতামত জানতে চান। বিভাগীয় অতিরিক্ত কমিশনার মহোদয় তার উন্নয়নমূলক কাজ সহ, শিক্ষা বিষয়ে খেঁাজ খবর নেন।

অতিরিক্ত বিভাগীয় কমিশনারকে, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল, সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম, গলাচিপা থানা অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েণ, গলাচিপা সদর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জননেতা জাহাঙ্গীর হোসেন টুটু, আমখোলা ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান মনির, গোলখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন হাওলাদার, ডাকুয়া ইউনিয়নের চেয়ারম্যান বিশ্বজিৎ রায়, প্রেসক্লাব সভাপতি ও আটখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিত কুমার দত্ত মলয়, স্থানীয় ইউপি সদস্য ও স্থানীয় জনগণ অতিরিক্ত বিভাগীয় কমিশনারকে ফুল দিয়ে বরণ করে।

গলাচিপা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও সরকারি অফিস পরিদর্শন শেষে উপজেলা কমপ্লেক্স সবুজ পৃথিবী গড়ার লক্ষ্যে দীঘির পুকুর পাড়ে ঔষধী গাছের চারা রোপণ করেন। তিনি গলাচিপার বিভিন্ন উন্নয়নমূলক কাজ দেখে সন্তোষ প্রকাশ করেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

স্বত্ব © ২০২৩  sadhinbangla.tv 

Download App Sadhin Bangla TV News

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
raytahost-tmnews71