পদ্মা সেতুর কারণে খুলনা থেকে ঢাকা যেতে এখন আর ১০ ঘণ্টা নয়, মাত্র সাড়ে তিন ঘণ্টায় যাওয়া যাচ্ছে বলে জানালেন খুলনা ২ আসনের সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল।
সোমবার (১৩ নভেম্বর) খুলনায় আওয়ামী লীগের জনসভায় যোগ দিয়ে তিনি এসব বলেন। এসময় জুয়েল বলেন, এই পদ্মা সেতুর কারণে খুলনার যে উন্নয়ন হয়েছে তার অকল্পনীয়। এই সেতুর কারণে খুলনায় জমির দাম কয়েকগুণ বেড়ে গেছে।
খুলনার এই সংসদ সদস্য বলেন, প্রধানমন্ত্রী আমাদের খুলনায় রেল স্টেশন, শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় করেছেন, রাস্তা করে দিয়েছেন, শিশু হাসপাতাল করে দিয়েছেন। সবকিছুর জন্য প্রধানমন্ত্রীর কাছে আমরা কৃতজ্ঞ।
তিনি বলেন, স্বাধীনতার পর এত উন্নয়ন এই খুলনায় হয়নি যা গত ১৫ বছরে আওয়ামী লীগ করেছে। আমি খুলনাবাসীর কাছে আহ্বান জানাই এই উন্নয়নের ধারা ধরে রাখতে আপনারা নৌকায় ভোট দেবেন। এতগুলো উন্নয়ন প্রকল্প হয়তো কোনো সরকার করতে পারেনি।