শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০২:৪২ পূর্বাহ্ন

আনুশকা-আথিয়াকে গ্যালারিতে দেখে হরভজনের মন্তব্য, স্যোশাল মিডিয়ায় ঝড়

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ২২ সময় দর্শন
  • Print This Post Print This Post
আনুশকা-আথিয়াকে গ্যালারিতে দেখে হরভজনের মন্তব্য, স্যোশাল মিডিয়ায় ঝড়

গতকাল আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের ভারত-অস্ট্রেলিয়ার মধ্যকার ফাইনাল ম্যাচের কমেন্ট্রি করছিলেন সাবেক ভারতীয় ক্রিকেটার হরভজন সিং। সেসময় গ্যালারিতে বসা বিরাট কোহলির স্ত্রী অভিনেত্রী আনুশকা শর্মা ও লোকেশ রাহুলের স্ত্রী অভিনেত্রী আথিয়া শেঠিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন তিনি। হরভজনের বিরূপ মন্তব্যের পরই ক্ষিপ্ত অভিনেত্রীদের ভক্তরা।

তাদের প্রশ্ন, ক্রিকেটারদের স্ত্রীকে নিয়ে এমন কথা বলার অধিকার রাখেন কি না হরভজন?

মূলত খেলা চলাকালীন আনুশকা ও আথিয়া গ্যালারিতে থেকেই ভারতীয় দলকে সমর্থন জানান।

সে সময়য় তাদের দিকে ক্যামেরা ঘোরানো হয়, সেটা হরভজনের নজরে পড়ে। সে সময়ে দুই অভিনেত্রীকে মাঠে দেখে তিনি বলে ওঠেন, হয়তো তারা ছবি নিয়ে কথা বলছে। নাকি ক্রিকেট নিয়ে, অবশ্য জানিও না তারা ক্রিকেট কতটা বোঝে!

হরভজনের এমন মন্তব্যের পর অভিনেত্রীদের ভক্তদের প্রশ্ন, ক্রিকেটারদের স্ত্রীকে নিয়ে এমন কথা বলার অধিকার রাখেন কি না হরভজন?

স্যোশাল মিডিয়ায় বিষয়টি নিয়ে সমালোচনার ঝড়ও চলছে। একজন লেখেন, হরভজন সিং, আপনি অত্যন্ত অসভ্য একজন মানুষ। আপনার প্রতি শ্রদ্ধা চলে গেল।

আরেকজনের প্রশ্ন, সতীর্থদের স্ত্রীকে এভাবে অপমান করা যায়?

এদিকে অনেকেই মন্তব্য করেন, আপনার কী দাদা? যা খুশি বলে দেবেন না। ওরা যা নিয়েই কথা বলুক, তাতে আপনার কী?

এক নেটিজেনের দাবি, আপনার স্ত্রীকে নিয়ে কেউ এমন মন্তব্য করলে কী বলতেন? আপনার স্ত্রীও তো একজন অভিনেত্রী।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

স্বত্ব © ২০২৩  sadhinbangla.tv 

Download App Sadhin Bangla TV News

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
raytahost-tmnews71